শুক্রবার রাত ১০ঘটিকার সময় সোনাগাজী-ফেনী সড়কের বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা এবং একটি পাওয়ার ট্রলির মুখোমুখী সংঘর্ষে তৌহিদ( ৩৫) মৃত্যু হয়। নিহত উপজেলার (কাস্মির) সমবায় বাজারের গ্রিল ওয়ার্কশপের স্বত্বাধিকারী ও চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের...